Return and Cancellation Policy for Nirob’s Urban
Bazaar
Last updated: [01 July 2025]
Thank you for shopping at Nirob’s Urban Bazaar. Please read this policy carefully. Your
Satisfaction is our priority, and we want to ensure a transparent and hassle-free experience for
you.
1. Refund Policy
We strive to provide products and services that meet or exceed your expectations. If, for any
reason you are not completely satisfied with your purchase, you may be eligible for a refund
under the following conditions:
Damaged or Defective Products: If you receive a damaged or defective product, please contact
our customer service team as soon as possible to receive the item. We will provide instructions
on returning the product, and upon verification, a full refund or replacement will be issued.
Incorrect Items: If you receive an incorrect item, please notify us as soon as possible of
receiving the product. We will arrange for the correct item to be shipped to you, and you may be
required to return the incorrect item.
Please note that certain items, such as personalized or customized products, may not be
eligible for a refund unless they are damaged or defective.
2. Return Policy
To initiate a return, please contact our customer service team at +8801977593589. Our team
will provide you with instructions on how to return the item. Please ensure that the item is
securely packaged to prevent damage during transit.
Once we receive the returned item and verify its condition, we will process the refund or
replacement accordingly. Refunds will be issued to the original payment method.
3. Cancellation Policy
You may cancel an order as soon as possible, provided that the order has not already been
processed or shipped. To cancel an order, please contact our customer service team
immediately at +8801977593589. If the order has already been processed, you may need to
follow our return policy upon receipt of the items.
Contact Us
If you have any questions about our Refund, Return, and Cancellation Policy, please contact us
at +8801977593589. We are here to assist you and ensure your shopping experience with us is
positive and satisfying.
রিটার্ন এন্ড রিফান্ড পলিসি
আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে। কাস্টমার প্রোডাক্ট হাতে পাওয়ার পর প্রোডাক্ট এর কোন ত্রুটি বের হলে প্রোডাক্টটি রিটার্ন করার সুযোগ রয়েছে। রিটার্ন করার ক্ষেত্রে নিচের পলিসি অনুযায়ী কাস্টমারের টাকা রিফান্ড করা হবে।
রিটার্ন পলিসি
প্রোডাক্ট রিটার্ন করার ক্ষেত্রে নিচে নিয়ম অনুযায়ী প্রোডাক্ট রিটার্ন করতে হবে।
ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রোডাক্টটি হাতে নিয়ে চেক করে নিতে হবে প্রোডাক্টের কোন ত্রুটি বের হলে প্রোডাক্টটি রিটার্ন করে দিতে হবে। পরবর্তীতে আমরা প্রোডাক্টটি চেক করে আবার পাঠিয়ে দেব। অথবা কাস্টমার না নিতে চাইলে অর্ডারটি ক্যানসেল করে দেওয়া হবে এবং যদি কোন অগ্রিম পেমেন্ট করে থাকে তাহলে রিফান্ড করা হবে।
প্রোডাক্ট রিটার্ন করার ক্ষেত্রে প্রোডাক্টের কোন ত্রুটি বের হলে সম্পূর্ণ টাকা কাস্টমার রিফান্ড পাবে। কিন্তু প্রোডাক্টের কোন ত্রুটি না থাকলে কাস্টমার ইচ্ছাকৃতভাবে প্রোডাক্টটি রিসিভ না করিলে ডেলিভারি চার্জ ব্যতীত বাকি টাকা রিফান্ড পাবে।
প্রোডাক্টের কোন ত্রুটি বের হলে ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় প্যাকেটটি আনবক্সিং করার ভিডিও সহ প্রোডাক্টের ত্রুটি উল্লেখ করে ভিডিওটি আমাদের পেইজে পাঠিয়ে দিলে আমরা ডেলিভারি চার্জ রিটার্ন করে দেব।
ডেলিভারি ম্যান প্রোডাক্টটি ডেলিভারি করে চলে আসার পরবর্তীতে প্রোডাক্ট রিটার্ন করার ক্ষেত্রে ডেলিভারি চার্জ সহ প্রোডাক্ট রিটার্ন করতে হবে। সেই ক্ষেত্রে প্রোডাক্টটি ব্যবহার করলে অথবা ওয়াশ করিলে প্রোডাক্টটি রিটার্ন হিসেবে গ্রহণ করা হবে না। এবং প্রোডাক্টটি সুন্দর ভাবে প্যাকেটিং করে রিটার্ন করতে হবে। সেই ক্ষেত্রে প্রোডাক্টটি আমাদের হাতে আসার পর চেক করে সবকিছু ঠিকঠাক পেলে প্রোডাক্টটির প্রাইজ অগ্রিম নেওয়া থাকলে রিফান্ড করা হবে।
রিফান্ড পলিসি
Nirob’s Urban Bazaar রিটার্ন পলিসি অনুযায়ী কোন প্রোডাক্ট রিটার্ন এপ্রুভ হওয়ার ২৪ ঘন্টার মধ্যে টাকা রিফান্ড করা হবে। রিফান্ড করার ক্ষেত্রে যেই একাউন্ট থেকে পেমেন্ট করা হয়েছে সেই একাউন্টেই রিফান্ড করা হবে। সেক্ষেত্রে কাস্টমার রিফান্ড পাওয়ার জন্য অন্য কোন একাউন্ট নাম্বার প্রদান করিলে সেই একাউন্টে রিফান্ড করা হবে না। রিটার্ন এপ্রুভ হওয়ার ২৪ ঘন্টার মধ্যে কোনভাবে রিফান্ডের টাকা অ্যাকাউন্টে না পৌঁছালে অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা সাপোর্ট নাম্বারে যোগাযোগ করতে হবে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে অবশ্যই রিফান্ডটি এক্সিকিউট করা হবে।